Short Question and Answer

Submitted by administrator on Wed, 06/27/2012 - 23:30

Short Question and Answer (Class XII: Biological Sciences)

1.   অণুবীক্ষণ যন্ত্রের লেন্সের সংখ্যাসূচক রন্ধ্র (Numerical aperture) প্রকাশিত হয়

     (A)  কৌণিক রন্ধ্র (Angular aperture) দ্বারা  

     (B)  প্রতিসরাঙ্ক (Refractive index ) দ্বারা 

     (C)  কৌণিক রন্ধ্র এবং প্রতিসরাঙ্ক উভয়ের দ্বারা 

     (D)  ব্যবহৃত আলোকের তরঙ্গদৈর্ঘ্য দ্বারা

 

2.  নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উৎসেচকের (enzyme) জন্য সক্রিয় নয় ?

    (A)  তারা নির্দিষ্ট সাবস্ট্রেটের ওপর কাজ করে

    (B)  তারা স্নেহজাতীয় পদার্থ ও চিনি জাতীয় পদার্থ দিয়ে তৈরি

    (C)  তারা নির্দিষ্ট তাপমাত্রাতে কাজ করে    

    (D)  তারা নির্দিষ্ট pH -এ কাজ করে

 

3.   সজীব কোষকে সমসারক দ্রবণে (0.9% লবণীয় দ্রবণ) নিমজ্জিত রাখলে তার আকার এবং আয়তন অপরিবর্তিত থাকে । এটি নিম্নলিখিত কোন ধারণার ওপর আধারিত ?

     (A) অভিস্রবন (Osmosis) 

     (B) ব্যাপন (Diffusion)

     (C) সহায়ক ব্যাপন (Facilitated diffusion )

     (D) বাষ্পমোচন (Transpiration)

 

4.   নিম্নলিখিত গুলির মধ্যে ß-গ্লাইকোসায়ডিক বন্ধনী (ß-glycosidic bond) যুক্ত বহুযৌগ শর্করা (polysaccharide) কোনটি ?

     (A) শ্বেতসার (Starch)     (B) গ্লাইকোজেন (Glycogen)     (C) সুক্রোস (Sucrose)     (D) সেলুলোজ (Cellulose)

 

5.   সরল সঞ্চিত প্রোটিন (Simple storage protein) যা উত্তাপে তঞ্চিত (coagulates) হয় কিন্তু লঘু লবণ দ্রবণে দ্রবীভূত হয় তার সঠিক উদাহরণ হল

      (A) গ্লোবিউলিন (Globulin)p;    (B) অ্যালবুমিন (Albumin)      (C) হিস্টোন (Histone)     (D) কোলাজেন (Collagen)

 

6.   উত্তাপের (70°C) সাহায্যে DNA র melting (গলন) হয় মূলত কোন বন্ধনীটির (bond) ভেঙ্গে যাওয়ার জন্য ?

     (A) ফসফোডায়েস্টার বন্ধনী (Phosphodiester bonds)

     (B)  গ্লাইকোসাইডিক বন্ধনী (Glycosidic bonds)

     (C)  ডাইসালফাইড বন্ধনী (Disulfide bonds)

     (D)  হাইড্রোজেন বন্ধনী (Hydrogen bonds)

 

7.   N-acetyl muramic acid পাওয়া যায়

     (A)  উদ্ভিদের কোষ প্রাচীরে

     (B)  Gram positive ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে

     (C)  ছত্রাকের কোষ প্রাচীরে

     (D)  ভাইরাসের coat material -এ

 

8.  কোন ব্যাকটেরিয়াটি Gram staining এর পরে বেগুনি (violet) দেখায় 

    (A)  সালমোনেলা এন্টেরিকা (Salmonella enterica)

    (B)  এসচেরিচিয়া কোলি (Escherichia coli)

    (C)  মাইটোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস (Mycobacterium tuberculosis)

    (D)  রাইজোবিয়াম মেলিলোটি (Rhizobium meliloti)

 

9.   Restriction endonucleases যা gene cloning -এ ব্যবহার করা হয় তা সাধারণত কোনটিতে পাওয়া যায় ?    

     (A) ছাত্রক (Fungi)      (B) ব্যাকটেরিয়া (Bacteria)     (C) উদ্ভিদ (Plants)      (D) ভাইরাস (Viruses)

 

10.  উদ্ভিদদেহের অগ্রস্থ ভাজক কলার (apical meristem) যে অংশ থেকে জাইলেম কলা (xylem tissue) তৈরি হয় সেটি হল

      (A) প্রোটোজাইলেম (Protoxylem)      (B)  প্রোক্যামবিয়াম (Procambium)      (C) মেটাজাইলেম (Metaxylem)       (D) ট্রাকিড (Tracheid)

 

11.  নির্মল পরিবেশের জন্য নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির প্রয়োজন নেই ?

     (A) উৎপাদক (Producer)     (B) খাদক (Consumer)      (C) বিয়োজক (Decomposer)     (D) দূষক (Polluter)

 

12.   ইনিউলিন (Inulin) এক ধরণের

      (A) প্রোটিন (Protein)     (B) শর্করা (Carbohydrate)      (C) স্নেহ-পদার্থ (Lipid)      (D) নিউক্লিক অ্যাসিড (Nucleic acid)

 

13.  দেহের বৃদ্ধির জন্য অপরিহার্য ফ্যাটি অ্যাসিড (fatty acids) গুলির মধ্যে, উন্নত প্রাণীরা (Higher animals) যেগুলি নিজেরা তৈরি করতে পারে না, সেগুলি হল

     (A) সংপৃক্ত (Saturated)     (B) চক্রাকার (Cyclic)     (C) অসংপৃক্ত (Unsaturated)      (D) শাখাযুক্ত (Branched)

 

14.  একটি আদর্শ ইউক্যারিওটিক কোষে (eukaryotic cell) যে পর্দা (membrane) -র গায়ে ATP উৎপাদনকারী প্রোটন নতিমাত্রা (H+ gradient) তৈরি হয়, সেটিকে চিহ্নিত কর ।

    (A)  কোষ পর্দা (Plasma membrane)

    (B)  মাইটোকনড্রিয়ার অন্তঃপর্দা (Mitochondrial inner membrane)

    (C)  মাইটোকনড্রিয়ার বহিঃপর্দা (Mitochondrial outer membrane)

    (D)  নিউক্লিয় পর্দা (Nuclear membrane)

 

15.   কোনটি লাইপেজ (lipase) উৎসেচক (enzyme) -এর সাবস্ট্রেট (substrate) ?

       (A) প্রোটিন (Protein)     (B) শর্করা (Carbohydrate)      (C) স্নেহ-পদার্থ (Lipid)      (D) নিউক্লিক অ্যাসিড (Nucleic acid)

 

16.   উন্নত উদ্ভিদের (higher plants) ক্ষেত্রে এক কোষ থেকে পার্শ্ববর্তী কোষগুলিতে সাইটোপ্লাজমীয় সংযোগ (cytoplasmic continuity) স্থাপন হয় এটির মাধ্যমে

     (A) অ্যাপোপ্লাস্ট (Apoplast)      (B) ক্লোরোপ্লাস্ট (Chloroplast)     (C) লিউকোপ্লাস্ট (Leucoplast)     (D) সিমপ্লাস্ট (Symplast)

 

17.   উদ্ভিদ কলা প্রতিপালন (tissue culture) -এর ক্ষেত্রে ক্যালাস (callus) থেকে ছোট উদ্ভিদ (plantlets) হতে প্রধানত কোনটির ঘনত্ব (concentration) পরিবর্তন করতে হয় ?

     (A) সুগার (Sugars)      (B) ভিটামিন (Vitamins)       (C) অ্যামাইনো অ্যাসিড (Amino acids)      (D) হরমোন (Hormones)

 

18.   একটি উভলিঙ্গ (bisexual) পুষ্পের সংকরবীজ (hybrid seed) উৎপাদনের জন্য , সাধারণত যে অংশটি ওই ফুল থেকে বাদ দিতে হয় , তা হল 

     (A) গর্ভমুন্ড (Stigma)      (B) ডিম্বাশয় (Ovary)      (C) পরাগধানী (Anther)      (D) গর্ভদন্ড (Oviduct)

 

19.  জেনোগ্যামী (Xenogamy) হল এক ধরণের

     (A) অনুন্মিলান (Cleistogamy)     (B) অ্যালোগ্যামী (Allogamy)      (C) অটোগ্যামী (Autogamy)   (D) সমপরিণতি (Homogamy)

 

20.  ট্রান্সজেনিক (transgenic) উদ্ভিদ বা প্রাণী তৈরি করার মূলনীতি (Basic principle) হল অভীষ্ট জিনটিকে (gene of interest) নিম্নলিখিত কোষগুলির মধ্যে একটির নিউক্লিয়াস (nucleus) -এ প্রবেশ করানো । সেটিকে চিহ্নিত কর ।

    (A) সোম্যাটিক কোষ (Somatic cell)      (B) ভেজিটেটিভ কোষ (Vegetative cell)     (C) জার্ম কোষ (Germ cell)       (D) বডি কোষ (Body cell)

 

21.  Taxonomy বিদ্যার জনক কে  ?

     (A)  জন রে (John Ray)     (B) ক্যারোলাস লিনাউস (Carolus Linnaeus)     (C) এ পি ডি ক্যানডোলে (A.P. de Candolle)      (D) চার্লস ডারউইন (Charles Darwin)

 

22.  নিম্নলিখিত কোন দুটি রোগের জিন (gene) মানুষের X  ক্রোমোজোমে (chromosome) থাকে  ?

      (A)  বর্ণান্ধতা এবং ফিনাইল কিটোনইউরিয়া (Colour blindness and Phenylketonuria)

      (B)  বর্ণান্ধতা এবং হিমোফিলিয়া (Colour blindness and Haemophilia)

      (C)  বর্ণান্ধতা এবং অ্যলবিনিজম (Colour blindness and Albinism)

      (D)  বর্ণান্ধতা এবং হাইপারট্রাইকোসিস (Colour blindness and Hypertrichosis)

 

23.  নিম্নলিখিত কোন ট্রিপলেট কোডনটি (triplet codon) প্রোটন সংশ্লেষ আরম্ভকারী কোডন (initiation codon) হিসাবে পরিচিত ?
     (A) UUU          (B) UAA           (C) AUG           (D) UGA

 

24.  মুগা রেশম মথের শুককীট যে গাছের পাতা খায়, তা হল

     (A) শোরিয়া (Shorea)      (B) টার্মিনালিয়া (Terminalia)      (C) ম্যাকিলাস (Machilus)     (D) মোরাস (Morus)

 

25.  নিম্নলিখিত কোন প্রাণীগোষ্ঠী থেকে স্তন্যপায়ী (Mammals)প্রাণীদের উদ্ভব হয়েছে ?  

     (A)  পিসেস বা মৎস্য (Pisces)      (B) উভচর (Amphibia)      (C) সরীসৃপ (Reptilia)      (D) পক্ষী (Aves)

 

26.  নিম্নলিখিত কোন প্রাণী পর্বটিতে (animal phyla) স্পিকিউল (spicule) থেকে  ?

     (A) অঙ্গুরীমাল (Annelida)     (B) কাম্বোজ (Mollusca)      (C) ছিদ্রাল (Porifera)      (D) চ্যাপ্টা কৃমি (Platyhelminthes)

 

27.   মাছের (Fin rot) রোগ সৃষ্টি করে

     (A) এরোমোনাস (Aeromonas)      (B) সিউডোমোনাস (Pseudomonas)      (C) ব্র্যঙ্কিয়োমাইসেস (Branchiomyces)       (D) জেনোপসিলা (Xenopsylla)

 

28.   দৈত্যাকৃতি ক্রমোজোম (giant chromosome) কোন প্রাণীতে পাওয়া যায় ?

      (A) ড্রসোফিলা (Drosophila)      (B) ইঁদুর (Mouse)      (C) পায়রা (Pigeon)      (D) হাতি (Elephant)

 

29.   যে শিরা কোন একটি অঙ্গের রক্তজালিকা (capillaries) থেকে তৈরি হয়ে হৃৎপিন্ডে প্রবেশ করার আগে অন্য একটি অঙ্গের রক্তজালিকায় শেষ হয়, তাকে বলা হয় 

     (A) পালমোনারী শিরা (Pulmonary vein)

     (B)  করোনারি শিরা (Coronary vein)

     (C)  পোর্টাল শিরা (Portal vein)

     (D)  সিস্টেমিক শিরা (Systemic vein)

 

30.  নিম্নলিখিত কোন গণের (genus) পতঙ্গ পরিষ্কার জলে ডিম পাড়তে পছন্দ করে এবং তাদের শুককীট (larvae) জলতলের সঙ্গে সমান্তরালভাবে অবস্থান করে  ?

     (A) এনোফিলিস (Anopheles)      (B) কিউলেক্স (Culex)      (C) এডিস (Aedes)    (D) ফ্লেবোটোমাস (Phlebotomus)

 

31.  Wuchereria bancrofti -র জীবন চক্রের কোন দশায় মানুষ আক্রান্ত হয়  ?

      (A) মাইক্রোফাইলেরিয়া (Microfilaria)      (B) প্রথম দশার লার্ভা (1st stage larva)       (C) দ্বিতীয় দশার লার্ভা (2nd stage larva)       (D) তৃতীয় দশার লার্ভা (3rd stage larva)

 

32.  ম্যালেরিয়া পরজীবীর জীবন চক্রের কোন দশটি রোগের লক্ষণসমূহের পুনঃপ্রকাশের (relapse) জন্য দায়ী  ?

      (A) মেরোজয়েট (Merozoite)     (B) স্পোরোজয়েট (Sporozoite)      (C) হিপনোজয়েট (Hypnozoite)      (D)গ্যামেটোসাইট (Gametocyte)

 

33.  কোষ চক্রের (cell cycle) সঠিক পর্যায় (sequence) ক্রমিক দশাগুলি হল

     (A)  S - G1 - G2 - M       (B)  G1 - S - G2 - M      (C)  G2 - S - G1 - M       (D)  G1 - G2 - S - M

 

34.  নিম্নলিখিত কোন পোলট্রি পাখীটি ইংলিশ ব্রীডের অন্তর্ভুক্ত নয় ?

     (A) সাসেক্স (Sussex)      (B) অস্ট্রালর্প (Australorp)      (C) অর্পিংটন (Orpington)       (D) মিনর্কা (Minorca)

 

35.  পৃথিবীর সৃষ্টির প্রারম্ভে যে গ্যাসটি অনুপস্থিত ছিল, তা হল

     (A) অক্সিজেন (Oxygen gas)      (B) হাইড্রোজেন (Hydrogen gas)      (C) নাইট্রোজেন (Nitrogen gas)

     (D) কার্বন-ডাই-অক্সাইড (Carbon dioxide gas)

 

36.   শুক্রাণু উৎপাদন প্রক্রিয়ায় (spermatogenesis) এক দশা থেকে অন্য দশায় রূপান্তরের কোন ধাপে ক্রমোজোমের (chromosome) হ্রাস বিভাজন ঘটে

     (A)  Spermatogonia থেকে primary spermatocytes

     (B)  Primary spermatocytes থেকে secondary spermatocytes

     (C)  Secondary spermatocytes থেকে spermatids

     (D)  Spermatids থেকে sperms

 

37.  যে কলা থেকে কার্সিনোমা (carcinoma) জাতীয় ক্যান্সারের উৎপত্তি, তা হল

     (A) রক্ত (Blood)      (B) যোগকলা (Connective tissue)     (C) আবরণী কলা (Epithelial tissue)      (D) লসিকা গ্রন্থি (Lymph gland)

 

38.  যে সময়ে Homo erectus উদ্ভিত হয়েছিল, তা হল

     (A) অলিগোসিন (Oligocene)      (C) প্লিওসিন (Pleistocene)      (B) প্লেইস্টোসিন (Pliocene)     (D) মিয়োসিন (Miocene)

 

39.  নিম্নলিখিত কোনটি in situ সংরক্ষণের অন্তর্ভুক্ত নয়  ?

    (A)  জাতীয় উদ্যান (National park)

    (B)  অভয়ারণ্য (Wild life sanctuary)

    (C)  চিড়িয়াখানা (Zoological garden)

    (D)  বায়োস্ফিয়ার রিজার্ভ (Biosphere reserve)

 

40.  Hierarchical groups -এর ভিত্তিতে প্রাণীকূলের শ্রেণীবিভাজন করা হয় । নিম্নলিখিত কোন group এ সর্বাপেক্ষা বেশি সংখ্যক প্রজাতি আছে ?

     (A) গণ (Genus)      (B) বর্গ (Order)       (C) গোত্র (Family)      (D) কোহর্ট (Cohort)

 

41.  যে রক্তবাহের মধ্য দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত (oxygenated blood) হৃৎপিন্ডের কলাতে (cardiac tissue) সঞ্চারিত হয় সেটি হল

     (A)  করোনারি ধমনী (Coronary artery)

     (B)  করোনারি শিরা (Coronary vein)

     (C)  করোনারি সাইনাস (Coronary sinus)

     (D)  ফুসফুসীয় শিরা (Pulmonary vein)

 

42.  ভেগাস স্নায়ু (Vegus nerve) হল একটি

     (A) মিশ্র দশম (Xth) করোটি স্নায়ু (Mixed Xth cranial nerve)

     (B) মিশ্র একাদশ (XIth) করোটি স্নায়ু (Mixed XIth cranial nerve)

     (C) মিশ্র দশম (Xth) বক্ষদেশীয় স্নায়ু (Mixed Xth thoracic nerve)

     (D) মিশ্র দশম (Xth) করোটি স্নায়ু (Sensory Xth cranial nerve)

 

43.  মানবদেহে সুষুম্না স্নায়ুর (spinal nerves) সংখ্যা হল

    (A) 10 জোড়া        (B) 12 জোড়া      (C) 43 জোড়া      (D) 31 জোড়া

 

44.  মস্তিষ্কের তৃতীয় এবং চতুর্থ ভেন্ট্রিকল যার দ্বারা যুক্ত থাকে সেটি হল

    (A) অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস (Aqueduct of Sylvious)

    (B) ফোরামেন অফ মনরো (Foramen of Monro)

    (C) ফোরামেন অফ ম্যাগনাম (Foramen of Magnum)

    (D) করপাস কলোসাম (Corpus Collosum)

 

45.  পূর্ণ বা ব্যর্থতা (All or none) সুত্র প্রযোজ্য নয় 

    (A) সম্পূর্ণ অস্থিপেশীর ক্ষেত্রে (Whole skeletal muscle)

    (B) একক অস্থিপেশীতন্তুর ক্ষেত্রে (Single skeletal muscle fibre)

    (C) সম্পূর্ণ হৃদপেশীর ক্ষেত্রে (Whole cardiac muscle)

    (D) একক মসৃণ পেশীতন্তুর ক্ষেত্রে (Single smooth muscle fibre)

 

46.  গভীরভাবে শ্বাসগ্রহণের পর যে পরিমাণ বায়ুকে বলপূর্বক ত্যাগ করা যেতে পারে তা হল

     (A) প্রশ্বাস ক্রিয়ার অতিরিক্ত বায়ুর আয়তন (IRV) + নিঃশ্বাস ক্রিয়ার অতিরিক্ত বায়ুর আয়তন (ERV) + প্রবাহী বায়ুর আয়তন (TV) + অবশিষ্ট বায়ুর আয়তন (RV)

     (B)  IRV + RV + ERV

     (C)  IRV + TV + ERV

     (D) TV + RV + ERV

 

47.  100 ml ধমনী রক্ত, কলার মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় যে পরিমাণ অক্সিজেন সরবরাহ করে তা হল

      (A) 0.4-0.6 মিলিমিটার        (B) 4-6 মিলিমিটার         (C) 14-15 মিলিমিটার       (D) 19-20 মিলিমিটার

 

48. কোলিসিস্টোকাইনিন (Cholecystokinin) যার ক্ষরণ (secretion) উদ্দীপিত (stimulates) করে তা হল 

     (A) পিত্তরস (Bile)     (B) পাকরস (Gastric juice)     (C) অগ্নাশয় রস (Pancreatic juice)     (D) সক্কাশ এন্টেরিকা (Succus entericus)

 

49.  একজন প্রাপ্ত বয়স্ক মানুষের (normal adult human) গড় হার্দ-উৎপাদের (average cardiac output) পরিমাণ (ঘাত পরিমাণ) হল 

     (A) 47 মিলিলিটার      (B) 70 মিলিলিটার      (C) 5 লিটার     (D) 3.3 লিটার

 

50.  রসনির্ভর (Humoral) অনাক্রম্যতা (immunity) গড়ে উঠতে সাহায্যকারী কোষ হল

     (A) সাইটোটক্সিক কোষ (Cytotoxic T-cell)     (B) প্লাজমা কোষ (Plasma cell)     (C) ইয়োসিনোফিল (Eosinophil)     (D) নিউট্রোফিল (Neutrophil)

 

51.  MRI -এর সম্পূর্ণ (expanded) নাম হল

     (A) Medical Research Instrument

     (B) Magnetic Resonance Imaging

     (C) Magnetic Research Institute

     (D) Medical Resonance Imaging

 

52.  স্বাভাবিক অবস্থায় শারীরস্থানিক নিস্ক্রিয় স্থানের (Anatomical Dead Space) বায়ুর পরিমাণ

     (A) 230 মিলিলিটার    (B) 210 মিলিলিটার    (C) 190 মিলিলিটার    (D) 150 মিলিলিটার

 

53.  অস্থি প্রধানতঃ গঠিত হয়

    (A) লোহা ও ফসফরাস দিয়ে (Iron and Phosphorus)

    (B) সালফার ও ক্যালসিয়াম দিয়ে (Sulphur and Calcium)

    (C) ক্যালসিয়াম ও ফসফরাস দিয়ে (Calcium and Phosphorus)

    (D) ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম দিয়ে (Calcium and Magnesium)

 

54.  নিম্নলিখিত কোনটি 'অ্যাথেরোসক্লেরোসিস' (Atherosclerosis) -এর ক্ষেত্রে সত্য নয় ? 

    (A) ধমনীর গহ্বর ছোটো হয়ে যাওয়ার জন্য রক্তপ্রবাহের গতি কমে যায়

    (B) ধমনীর প্রাচীর প্রসারিত হওয়ার ক্ষমতা হারায় এবং ফেটে যায় 

    (C) ধমনীর অন্তঃপ্রাচীরে কোলেস্টেরল (Cholesterol) জমা হয়ে যায়

    (D) ধমনীর পেশীর স্ফীতি পরিলক্ষিত হয়

 

55.  নিম্নের কোন বিবৃতিটি সঠিক নয়  ?

    (A)  গ্লুকাগন (Glucagon) অগ্নাশয় (pancreas) থেকে নিঃসৃত (secreted) হয়

    (B)  ডিম্বাশয় (ovary) থেকে অ্যানড্রোজেন (Androgen) উৎপন্ন হয়  

    (C)  থাইরয়েড গ্রন্থি (thyroid) থেকে থাইরক্সিন (Thyroxine) নিঃসৃত হয়

    (D)  পিটুইটারী গ্রন্থি (pituitary) থেকে অক্সিটোসিন (Oxytocin) নিঃসৃত হয়

 

56.   জ্যাক্সটাগ্লোমেরুলার (Juxta-glomerular) অ্যাপারেটাস (apparatus)

    (A)  জ্যাক্সটাগ্লোমেরুলার কোষ, ম্যাকুলা ডেনসা এবং লেসিস কোষ দ্বারা 

    (B)  জ্যাক্সটাগ্লোমেরুলার কোষ, পারকিনজি কোষ এবং চিফ (chief) কোষ দ্বারা l

    (C)  জ্যাক্সটাগ্লোমেরুলার কোষ, লেসিস কোষ এবং মায়োএপিথেলিয়াল কোষ দ্বারা 

    (D)  জ্যাক্সটাগ্লোমেরুলার কোষ, ম্যাকুলা ডেনসা এবং আরজেন্টাফিন কোষ দ্বারা 

 

57.  কোন ভিটামিন রক্ত তঞ্চনে (blood coagulation) সাহায্য করে ?

     (A) ভিটামিন K      (B) ভিটামিন C      (C) ভিটামিন A      (D) ভিটামিন D

 

58.  মূত্রে কোন হরমোনের (hormone) উপস্থিতি (Presence) গর্ভনির্ধারণ (pregnancy confirmation) সুনিশ্চিত করে ?

     (A) প্রোজেস্টেরন (Progesterone)     (B) ইস্টোজেন (Estrogen)     (C) হিউম্যান কোরিওনিক গোনাডেট্রপিন (Human chorionic gonadotropin)      (D) প্রোল্যাকটিন (Prolactin)

 

59.  নিম্নলিখিত ঘটনাগুলির মধ্যে দ্বিতীয় হৃদধ্বনির জন্য প্রধানতঃ দায়ী কোনটি ?

    (A)  অলিন্দ নিলয় (atrioventricular) কপাটিকাগুলি (valves) বন্ধ হওয়া  

    (B)  অলিন্দ নিলয় (atrioventricular) কপাটিকাগুলি (valves) খুলে যাওয়া 

    (C)  অর্ধচন্দ্রাকৃতি (semilunar) কপাটিকাগুলি (valves) বন্ধ হওয়া 

    (D)  অলিন্দে সংকোচনের ফলে রক্ত অলিন্দ থেকে নিলয়ে দ্রুত প্রবেশ

 

60.  ব্রুনার গ্রন্থির উপস্থিতি লক্ষ্য করা যায়

     (A) ডিওডিনামে (Duodenum)    (B) জেজুনামে (Jejunum)     (C) ইলিয়ামে (Ileum)     (D) মলাশয়ে (Rectum)

 

Q. 61 to Q. 80 carry two marks each.

 

61.  ভাইরাসের প্রতিলিপিকরনের (replication) জন্য নিম্নলিখিত দশাগুলিকে নিয়ে গঠিত সঠিক পর্যায়ক্রমটি চিহ্নিত কর ।   

I.

সুপ্তদশা (Eclipse)

II.

অঙ্গ উৎপাদন দৃশ্য (Maturation)

III

পৃষ্টলগ্ন হওয়া (Adsorption)

IV.

অঙ্গ একত্রী করণ (Assembly)

V.

সুচিবিদ্ধ করণ (Penetration)

VI.

মুক্তি দশা (Lysis)

     (A)  I → ll → III → IV → V →  VI 

     (B)  II → l → III → IV → V →  VI

    (C)  III → V → l → II → IV →  VI 

    (D)  III → V → I → IV → II → IV

 

62.  স্তম্ভ I এর সাথে স্তম্ভ II র মিল করে সঠিক উত্তরটি নির্বাচন কর ।

স্তম্ভ -I স্তম্ভ -II
P.  নীলাভ সবুজ শৈবালের জৈব সার i. এক্টোমাইকোরাইজা (Ectomycorrhiza)
Q. ছত্রাকের জৈবসার ii. ThiobaciUus sp.
R. মুক্তজীবি N2 সংবন্ধনকারী ব্যাকটেরিয়া iii. Anabena sp.
S. ফসফেট দ্রবণকারী ব্যাকটেরিয়া iv. Clostridium sp.
  v.  Azospirillum sp.

    (A) P-iii,  Q-i,  R-v,  S-ii 

    (B) P-v,  Q-i,  R-ii,  S-iv

    (C) P-v,  Q-iv,  R-i, S-i

    (D) P-iv, Q-ii,  R-iv, S-ii

 

63.  একজন পুরুষের জিনোটাইপ (genotype)  EEFfGgHH হলে, সে সুপ্রজননগত ভাবে (genetically) আলাদা রকম P সংখ্যক শুক্রানু তৈরি করতে পারে । একজন মহিলার জিনোটাইপ (genotype) IiLLMmNn হলে, সে সুপ্রজননগত ভাবে (genetically) আলাদা রকম Q সংখ্যক ডিম্বানু তৈরি করতে পারে । তা হলে P এবং Q -এর সঠিক সংখ্যাগুলি হল

     (A) P = 4, Q = 4       (B) P = 4, Q = 8       (C) P = 8, Q = 4       (D) P = 8, Q = 8

 

64.  একটি জীব প্রজাতির প্রকট বৈশিষ্ট্য (dominant phenotype) হল লম্বা (tall) এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য (recessive phenotype) হল বেঁটে (dwarf) । ওই জিনটির অ্যালিল (allele) -দুটি হল যথাক্রমে T এবং t । এই প্রজাতিটির পিতা ও মাতার মিলনের পরে মোট 250 টি অপত্য (offsprings) সৃষ্টি হয় । সেগুলির মধ্যে 124 টি অপত্য লম্বা বৈশিষ্ট্য যুক্ত এবং বাকিগুলি বেঁটে । তা হলে উল্লিখিত পিতামাতার জিনোটাইপ (genotype) ছিল এইরকম

      (A) TT  x  TT       (B) TT  x  tt       (C) Tt  x  Tt       (D) Tt  x  tt

 

65.   নিম্নলিখিতগুলির মধ্যে ভূল বিবৃতিগুলি চিহ্নিত কর ।

       P. Cymose পুষ্পবিন্যাস Hibiscus sp তে পাওয়া যায়  

       Q. Hypenthedium পাওয়া যায় Ficus benghalensis-এ

       R. Synandrous stamen পাওয়া যায় Calotropis-এ

       S. Hesperidium -জাতীয় ফল হল আম

      (A)  R, S       (B)  P, Q       (C)  Q, R      (D)  P, S

 

66.   উদ্ভিদের 40 মোল (glucose) কে সম্পূর্ণ জারণ এর (oxidation)  ফলে উৎপন্ন মোট ATP র সংখ্যা হল 

        (A)  190       (B)  380        (C)  1520       (D) 3040

 

67.  A - DNA

      (A) বামাবর্ত এবং প্রতি পাক (turn) 12 জোড়া নিউক্লিওটাইড বিশিষ্ট 

      (B) দক্ষিনাবর্ত এবং প্রতি পাক (turn) 11 জোড়া নিউক্লিওটাইড বিশিষ্ট

      (C) দক্ষিনাবর্ত এবং প্রতি পাক (turn) 12 জোড়া নিউক্লিওটাইড বিশিষ্ট 

      (D) বামাবর্ত এবং প্রতি পাক (turn) 11 জোড়া নিউক্লিওটাইড বিশিষ্ট 

 

68.   Bursa fabricius পাখীর একটি গুরুত্বপূর্ণ অঙ্গ । এই অঙ্গটি যে কাজের সঙ্গে যুক্ত, তা হল

       (A)  Basophil তৈরি করা 

       (B)  Uric acid তৈরি করা

       (C)  Fatty acids -এর বিপাক

       (D)  B-cell তৈরি করা

 

69.  নিম্নলিখিত কোনটি একটি পপুলেশন (population)  ?

      (A) একটি মাকড়সা ও তার জলে আবদ্ধ কয়েকটি মাছি

      (B) Grassland এ বসবাসকারী কেঁচো ও কিছু সন্ধিপদী প্রাণীরা

      (C) একটি বনের সমস্ত উদ্ভিদ

      (D) একটি বনের সমস্ত ওক (oak) গাছ

 

70.  পরিফেরা পর্বের সরলতম ক্যানালতন্ত্রের (canal system) জল পরিবহনের পথটি হল ?

     (A)  অস্টিয়া —►স্পঞ্জোসিল —► অসকিউলাম —► বাহির

     (B)  স্পঞ্জোসিল —► অস্টিয়া—► অসকিউলাম—► বাহির

     (C)  অসকিউলাম—►স্পঞ্জোসিল —> অস্টিয়া—► বাহির

     (D)  অসকিউলাম—► অস্টিয়া—► স্পঞ্জোসিল —► বাহির

 

71.  শতকরা 20 ভাগ সাইটোসিন (cytosine) বিশিষ্ট একটি দ্বিতন্ত্রী DNA তে থাইমিনের (thymine) শতকরা ভাগ কত ?

      (A) 10%         (B) 20%       (C) 30%        (D) 40%

 

72.  নিম্নলিখিত কোনটি সঠিক সম্পর্ক ?

     (A) ফাইলেরিয়াসিস - Taenia solium

     (B) এনকেফেলাইটিস - Culex vishnui

     (C) ম্যালেরিয়া - Phlebotomus sp.

     (D) কালাজ্বর - Anopheles stephensi

 

73.  একটি মাইক্রোমিটার কোনটির সমান ?

       (A)  0.0001 mm       (B)  0.001 mm       (C)  0.01 mm       (D)  0.00001 mm

 

74.   সিমপ্যাথেটিক স্নায়ুতন্ত্রগুলির (sympathetic nerve fibres) উৎপত্তি এবং তাদের স্নায়ুগ্রন্থিগুলির (ganglia) অবস্থানস্থল চিহ্নিত কর ।

     (A) সুষুম্নাকান্ডের থোরাকোলাম্বার অংশ থেকে উৎপন্ন হয়ে তারা মেরুদন্ডের পাশে স্নায়ুগ্রন্থি তৈরি করে 

     (B) সুষুম্নাকান্ডের থোরাকোসারভাইকাল অংশ থেকে উৎপন্ন হয়ে তারা মেরুদন্ডের পাশে স্নায়ুগ্রন্থি তৈরি করে

     (C) সুষুম্নাকান্ডের ক্রেনিওস্যাক্রাল অংশ থেকে উৎপন্ন হয়ে তারা কারক অঙ্গের (effector organ) নিকটে স্নায়ুগ্রন্থি তৈরি করে

    (D) সুষুম্নাকান্ডের থোরাকোলাম্বার অংশ থেকে উৎপন্ন হয়ে তারা কারক অঙ্গের (effector organ) নিকটে স্নায়ুগ্রন্থি তৈরি করে 

 

75.  নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে শর্তাধীন প্রতিবর্তক্রিয়ার জন্য কোনগুলি সঠিকভাবে প্রযোজ্য ?

      P : অভ্যাস বা অনুশীলনের মাধ্যমে এটি অর্জিত হয়

      Q : জন্মসুত্রে এটি লাভ হয় না

      R : অনভ্যাসের ফলে এর বিলোপ হয় না

      S : এর জন্য গুরুমস্তিষ্কের সাহায্য প্রয়োজন

      T : এটি আপনাআপনি থেকেই উৎপন্ন হয়

     (A)  P, Q, R      (B)  P, Q, S       (C)  P, R, T       (D)  Q, R,T

 

76.  সাইনাপসের মধ্য দিয়ে স্নায়ু আবেগ পরিবহনের সময় সাইনাপটিক ভেসিকলগুলি থেকে আয়ন (Q) -এর প্রভাবে নিউরোট্রান্সমিটার (P) মুক্ত হয় । সঠিক P এবং Q নির্বাচন কর ।

    (A)  P = অ্যাসিটাইলকোলিন, Q = Ca++

    (B)  P = অ্যাসিটাইলকোলিন, Q = Na+

    (C)  P = GABA, Q = Na+

    (D)  P = কোলিনএসটারেজ, Q = Ca++

 

77.  রক্ত থেকে কলাতে অক্সিজেন সরবরাহের সময় নিম্নলিখিত ঘটনাগুলির মধ্যে সঠিক পর্যায়ক্রম উল্লেখ কর ।

     P : রক্তে CO2 এর শোষণ

     Q : লোহিতকণিকার মধ্যে জলের সঙ্গে শোষিত CO2 এর বিক্রিয়ায় H2CO3 এর উৎপাদন এবং H+ এবং  HCO3- আয়নে পরিণত হওয়া

     R : প্লাজমাস্থিত জলের সঙ্গে শোষিত CO2 এর বিক্রিয়ায় H2CO3 এর উৎপাদন এবং H+ এবং  HCO3- আয়নে পরিণত হওয়া 

     S : HbO2  র heme অংশের সঙ্গে H+ সংযুক্ত হয়ে Oএর  নির্গমন

     T : HbO2  র heme অংশের সঙ্গে HCO3- সংযুক্ত হয়ে বিজারিত হিমোগ্লোবিনের উৎপাদন এবং Oএর  নির্গমন 

          (A)  P, Q, T      (B)  P, R, S      (C)  P, Q, S      (D)  P, R, T

 

78.  মৌখিক (Oral) গর্ভনিরোধক বড়ি যে সমস্ত হরমোনের মিশ্রণে তৈরি করা হয় সেগুলি হল

    (A) ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন

    (B) ইস্ট্রোজেন ও টেস্টোস্টেরন 

    (C) প্রোজেস্টেরন ও টেস্টোস্টেরন 

    (D) ইস্ট্রোজেন ও গ্রোথ হরমোন

 

79.  স্তম্ভ I এর সাথে স্তম্ভ II মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন কর ।

স্তম্ভ - 1 স্তম্ভ- II
P.  ইলেক্ট্রোএনসেফালোগ্রাফি     i. গ্রাফ কাগজে হৃৎপিন্ডের বৈদুতিক প্রবাহ লিপিবদ্ধকরণ
Q.  ইলেক্ট্রোকার্ডিওগ্রাফি    ii. গ্রাফ কাগজে মস্তিষ্কের বৈদুতিক প্রবাহ লিপিবদ্ধকরণ 
R. এন্ডোস্কোপি (Endoscopy)

 

iii. একটি পদ্ধতি যার দ্বারা দেহের বহু স্তরের (multiple planes) স্বতঃস্ফুর্ত প্রতিবিম্ব দেখা যায় 
S. এম. আর.আই (M.R.I.)

 

iv. শরীর না কেটে স্তরীভূত দেহকলার (overlaying tissues) মধ্য দিয়ে শরীরের বিভিন্ন অংশ দেখা

    (A)  P-ii,  Q-i,  R-iv,  S-iii

    (B)  P-iv,  Q-ii, R-iii, S-iv

    (C)  P-i, Q-iii,  R-ii, S-iv

    (D)  P-iii, Q-iv, R-i, S-ii

 

80.  কিটোন বডিগুলি কি  ?

    (A) অ্যাসিটোঅ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটোন এবং বিটা হাইড্রক্সিবিউটাইরিক অ্যাসিড

    (B)  নিকোটোনিক অ্যাসিড, ফোলিক অ্যাসিড এবং অ্যাসকরবিক অ্যাসিড

    (C)  অ্যাসিটোন, বিটা হাইড্রক্সিবিউটাইরাইল CoA এবং অ্যাসিটোঅ্যাসিটিক অ্যাসিড

    (D)  অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটোন এবং বিটা হাইড্রক্সিবিউটাইরিক অ্যাসিড

***

 

Tags

Related Items