টাটা আয়রন এন্ড স্টিল কোম্পানি

Submitted by administrator on Wed, 12/03/2014 - 17:28

টাটা আয়রন এন্ড স্টিল কোম্পানি লিমিটেড  (TISCO) :-  ১৯০৮ খ্রিষ্টাব্দে জামসেদজি টাটার পরিকল্পনায় বর্তমান ঝাড়খন্ড রাজ্যের জামসেদপুরের সাকচিতে এই লৌহ-ইস্পাত কারখানার প্রতিষ্ঠা হয় । বর্তমানে এই লৌহ-ইস্পাত কারখানাটির নাম টাটা স্টীল লিমিটেড [Tata Steel Limited] নাম পরিচিত । এখানে ১৯১২ খ্রিষ্টাব্দে প্রথম ইস্পাত উৎপাদন শুরু হয় । বর্তমানে এই কারখানাটিই হল ভারতের সর্বশ্রেষ্ঠ বেসরকারি লৌহ-ইস্পাত কারখানা । প্রায় ৩৮ লক্ষ মেট্রিক টন উৎপাদন ক্ষমতা বিশিষ্ট এই বেসরকারি ইস্পাত কারখানাটিতে ২০০১-২০০২ সালে প্রায় ৩৭ লক্ষ ৪৯ হাজার মেট্রিক টন উচ্চ শ্রেণির ইস্পাত পিণ্ড উৎপন্ন হয়েছে ।

টাটা স্টীল লিমিটেড কারখানাটির অনুকূল ভৌগোলিক অবস্থান :

(১) ওড়িশার ময়ূরভঞ্জ জেলার গরুমহিশানি খনির লৌহ আকরিক,

(২) ঝাড়খন্ডের ঝরিয়া খনির কয়লা

(৩) ওড়িশার সুন্দরগড় জেলার গাংপুর খনির চুনাপাথরডলোমাইট,

(৪) ঝাড়খন্ডের বিভিন্ন খনির ম্যাঙ্গানিজটাংস্টেন,

(৫) নিকটবর্তী অঞ্চলের সাঁওতাল শ্রেণির সুলভ শ্রমিক,

(৬) রাণীগঞ্জ খনি অঞ্চলের তাপসহনক্ষম ইট,

(৭) নিকটবর্তী সুবর্ণরেখা নদীর জল ও ডিম্না লেক -এর জল,  

(৮) ভারতীয় বিনিয়োগকারীদের অর্থ এবং

(৯) কলকাতা বন্দরের নৈকট্য,

(১০) দক্ষিণ–পূর্ব রেলপথের মাধ্যমে জামসেদপুর অঞ্চলটি ভারতের বিভিন্ন প্রান্তের সঙ্গে যুক্ত ।

—এই সমস্ত ভৌগোলিক সুযোগ-সুবিধা টাটা স্টীল লিমিটেড কারখানাটিকে গড়ে তুলতে সাহায্য করেছে ।

***

 

Tags

Related Items