Learn Website Design in Bengali

Submitted by tushar pramanick on Sat, 08/11/2012 - 21:13

দিনের পর দিন ওয়েবসাইটের সংখ্যা অতি দ্রুতগতিতে বেড়ে চলেছে। MS Word  এ কাজ জানার মতো ওয়েবসাইট  publishing ও ওয়েবসাইটে কাজ করতে জানার প্রয়োজনীয়তাও কম নয়। বংলা ভাষার ওয়েবসাইটের সংখ্যা ক্রমবর্ধমান। আধুনিক প্রয়ুক্তিতে তোমরা তোমাদের ওয়েবসাইট খুব শজেই তৈরি করতে পারো –- কি ভাবে? জানতে হলে পড়তে থাকুন ওয়েবসাইট তৈরির স্টেপ বাই স্টেপ পদ্ধতি।

 

এখন ওয়েব সাইট তৈরি করতে কোড বা programing language জানারও দরকার লাগে না, সুধু configure করতে হয় এবং কতগুলি বিষয় জানতে হয়। ওয়েবসাইট তৈরিও এখন সফটওয়ার ইনস্টলের মতো একটি ইনস্টলেশন প্যাকেজ।

এখন ওয়েবসাইট Web Hosting Server এ ইনস্টল করতে হয়। ইনস্টলেশন কমপ্লিট হলে Internet এ তোমার ওয়েব সাইট তৈরি হয় – তখন যত ইচ্ছা কনটেন্ট প্রকাশ কর‍তে চাও প্রকাশ কর। ভিজিটার তোমার তৈরি ওয়েবসাইট দেখতে পাবে এবং তোমার প্রকাশিত কনটেন্ট পড়তে পারবে।

 

নিজে নিজে ওয়েবসাইট তৈরি  করতে হলে প্রথমে কতগুলি বিষয় ও এই সম্পর্কিত কতগুলি তথ্য জানা দরকার:

 

1. DNS Servers: কোনো ওয়েব সাইটের ওয়েব address থাকে। যেমন www.sample.com । এই address যে sarver এ registered থাকে তাকে DNS Servers বলে। পৃথিবীতে এই রকম DNS Servers অনেকগুলি আছে।বিস্তারিত জানার জন্য পড়ুন –- বিস্তারিত

 

2. Web Hosting Servers: যেখানে ওয়েবসাইটি স্থাপন করা হয়। অর্থাৎ যে computer system এ ওয়েবসাইটের যাবতীয় ফাইল রাখা হয়। এই computer টি সাধারন নয়। এতে ওয়েব সারভার অ্যাপ্লেকেশন install থকে এবং ইনটরানেটের মাধ্যমে সারা পৃথিবীর সাথে যুক্ত থাকে। যাতে পৃথিবীর যে কোন জায়গা থকে এই ওয়েবসাইটে প্রবেশ করা য়ায়। দুই ধরনের ওয়েব সারভার আছে 1. Sharing Host & 2. Dedicated server । বিস্তারিত জানার জন্য পড়ুন – বিস্তারিত
  

3. Content Management System (CMS): এখন ওয়েবসাইট বানানোর জন্য কোড লিখতে হয় না। ডায়নামিক ওয়েব সাইটের জন্য জনপ্রিয় ইনস্টল যোগ্য ওয়েবসাইট প্যাকেজ ফ্রিতেই পাওয়া যায় । সেই রকম পপুলার কয়েকটি কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের নাম হলো Joomla, Wordpress, Drupal etc. এর মধ্যে কোন একটি ওয়েব হোস্টিং সারভারে ইনস্টল করে নিলেই তোমার ডায়নামিক ওয়েবসাইট তৈরি। কোড লেখার কোনো সমস্যা নেই। সুধু configure করে নিলেই হলো। বিস্তারিত জানার জন্য পড়ুন – বিস্তারিত

 

4. Data Base: ডাটাবেস হলো একটি বিশেষ ধরনের structured ফাইল যার মধে ইনফরমেশন, কনটেন্ট টেবিল , কলাম, রো আকারে বিন্যস্ত থাকে। যেখান থেকে quary এর মাধ্যমে ইনফরমেশন ,কনটেন্ট দেখানো সম্ভব। যেমন পপুলার  ও ফ্রি একটি ডাটাবেস হল mysql database. বিস্তারিত জানার জন্য পড়ুন – বিস্তারিত

 

মোটামুটি এই চারটি বিষয় জানলেই তুমি ওয়েবসাইট তৈরি করতে পারবে।

 

উপরের বিষয় গুলির সাথে পরিচয় হলে ওয়েবসাইট তৈরি সুরু করা যেতে পারে। step by step ওয়েবসাইট তৈরির বিস্তারিত জানার জন্য পড়ুন – স্টেপ বাই স্টেপ ওয়েবসাইট তৈরি।

 

 

Related Items

সঠিক Content Management System (CMS) নির্বাচন

ওয়েব সাইটের জন্য content management system নির্বাচন করা একটি বিশেষ প্রয়োজনীয় বিষয়। বিভিন্ন কনটেন্ট ম্যানেজমেন্ট এর বিভিন্ন রকমের স্কোপ থাকে। তাই website project এর ধরন অনুযায়ী কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এর সঠিক নির্বাচন করা দরকার

ওয়েবসাইটের বিষয় নির্বাচন ও তার সঠিক পরিকল্পনা তৈরি করা

সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল যে জন্য এই ওয়েবসাইট  ও যাদের জন্য এই ওয়েবসাইট সেই বিষয়ের সঠিক পরিকল্পনা ও পরিকাঠামো তৈরি করা। 

ওয়েবসাইট হোস্টং সারভার নির্বাচন ও ওয়েবসাইটের ফাইল গুলিকে আপলোড করা

ওয়েবসাইট ইনটারনেট ওয়ার্ল্ডে সচল হবার জন্য এবং ওয়েবসাইটের ফাইল গুলিকে রাখার জন্য হোস্টং সারভারের দরকার হয়। হোস্টিং সারভারে বিশেষ  বিশেষ প্রোগ্রাম ও সফটওয়্যার ইনস্টল করা থাকে যেগুলি ওয়েবসাইটের কার্জকারিতা ও সচলতায় বজায় রাখতে সাহায্য করে। হোস্টং সারভারের মধেই ওয়েবসাইটের জন্য কিছু space (1gb, 2gb, un

ওয়েবসাইটের নাম নির্ধারণ ও Domain রেজিস্ট্রেশন

ওয়েবসাইটের নাম নির্ধারণ একটি গুরুত্ব পূর্ন বিষয় । নাম এমন ভাবে বাছা উচিৎ যাতে শহজেই মনে থকে ও বানান করা (english) সোজা এবং নাম আবশ্যই সংক্ষিপ্ত হতে হবে যাতে ভুল বানান না হয়।তার পর সেই নাম টিকে DNS server এ রেজিষ্টার করতে হবে। যদি  তোমার বাছা নাম আগে থাকতেই কেউ রেজিষ্টার করে থাকে তাহলে তোমাকে অন্য

ওয়েবসাইট বানানোর জন্য যে বিষয়গুলো জানা দরকার

ওয়েবসাইট বানানোর জন্য যে জিনস গুলি দরকার সে গুলি নিচে আলোচনা করা হলো।

 

1. Website address (URL)

2. Web hosting

3. A plan for your website

4. Choosing a Content Management System (CMS)

5. Professional website design