ফেব্রুয়ারী মাসের বাছায় করা কিছু জেনারেল নলেজ

Submitted by Anonymous (not verified) on Thu, 03/06/2014 - 15:26

গত বারের ন্যায় এবারেও ফেব্রুয়ারী মাসের বাছায় করা কিছু জেনারেল নলেজ নিয়ে আবার  আমি আপনাদের কাছে হাজির হলাম।

১। বিশিষ্ট সঙ্গীত শিল্পী জগজিৎ সিংয়ের স্মরনে ডাকটিকিট বের হল।প্রকাশ করলেন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং ।

২। টোকিওর গভর্ণর পদে নির্বাচিত হলেন প্রধানমন্ত্রী শিনজো আবে মনোণীত প্রার্থী ইউইচি মাসুজো।

৩। নেপালের প্রধানমন্ত্রী হলেন নেপালী কংগ্রেসের সুশীল কৈরালা (৭৪বছর)

৪। বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা ICC –র চেয়ারম্যান হলেন ণারায়ণ স্বামী শ্রীনিবাসন।

৫। I.P.L. টি-২০ ক্রিকেটে (সপ্তম) খেলোয়াড়দের নিলামে সবচেয়ে বেশি দর পেলেন যুবরাজ সিং। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালরু

তাঁকে ১৪ কোটি টাকায় কিনে নিল ।

৬। পশ্চিমবঙ্গে সদ্য গঠিত বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন দেব নারায়ণ বন্দ্যোপাধ্যায় ।

৭। মরশুমের সেরা ফুটবলারের পুরস্কার পেলেন সুনীল ছেত্রী।

৮। দীর্ঘ ৪৩ বছর পর I.F.A শিল্ড ফুটবলে চ্যাম্পিয়ন হল মহামেডান স্পোর্টিং ক্লাব।

৯।। মঙ্গলযানের পর এবার মহাকাশে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র (ISRO)।

১০। ৩ বছর বন্ধ থাকার পর ফের চালু হল দার্জিলিং হিমালয়ান রেলের টয় ট্রেন।

১১. ইউনিভার্সিটি অফ টেক্সাসের মেডিক্যাল শাখার গবেষকদের গবেষণাগারে তৈরি হল কৃত্রিম ফুসফুস ।

১২। পোলভোল্টে রাশিয়ার সের্গেই বুব’কার ২০ বছরের পুরনো বিশ্বরেকর্ড ভেঙে দিলেন ফ্রান্সের রেনোঁ লাভিয়েন ।

১৩। পোলিওর সমগোত্রীয় এক ধরনের বিরল প্রজাতির রোগের জীবানু সন্ধান মিলন মার্কিন যুক্তরাষ্ট্রে ক্যলিফোনিয়ায়

অন্তত ৫টি শিশুর দেহে এই রোগের জীবানু পাওয়া গেছে।

====================================================================

গত বারের জেনারেল নলেজ পড়তে এখানে ক্লিক করুন

আমার ব্লগে আপনাদের সকলের আমন্ত্রন রইল।

Comments

Related Items