Madhyamik LIFE SCIENCE: Short Question Preparation Test No.008

Submitted by Anonymous (not verified) on Mon, 01/31/2011 - 21:01

Short Question Preparation Test
LIFE SCIENCE
Test No: 008
Time:30 Mins                         Marks: 25

একটি বাক্যে উত্তর দাও(যে কোনো 25 টি ) 1Х 25=25

(২১১) সুষুম্নাকাণ্ড মধ্যস্থ গহ্বরটির নাম কী ?
(২১২) সুষুম্নাকাণ্ডের শেষ প্রান্ত যে সূত্রাকার অংশ নিয়ে তৈরি তার নাম কী ?
(২১৩) অন্ধবিন্দু (Blind spot) কাকে ব'লে ?
(২১৪) স্বেদগ্রন্থি (Sebaceous gland) কোথায় থাকে ?
(২১৫) ঘ্রান অনুভূতি কোন্‌ স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে যায় ?
(২১৬) অন্তঃকর্ণের শব্দগ্রাহক যন্ত্রটির নাম কী ?
(২১৭) হরমোন্‌কে রাসায়নিক দূত বলে কেন ?
(২১৮) হরমোন্‌কে রাসায়নিক সমন্বয়কারী বলে কেন ?
(২১৯) ফাইটোহরমোন্‌ কাকে বলে ?
(২২০) প্রাকৃতিক ফাইটোহরমোন্‌ কাকে বলে ?
(২২১) কৃত্রিম ফাইটোহরমোন্‌ কাকে বলে ?
(২২২) প্রকল্পিত ফাইটোহরমোন্‌ কাকে বলে?    
(২২৩) একটি গ্যাসীয় ফাইটোহরমোনের উদাহরণ দাও ।
(২২৪) অক্সিন, জিব্বেরেলিন ও সাইটোকাইনিনের মধ্যে কোন্‌ ফাইটোহরমোন্‌টিতে N2 বর্তমান থাকে না?
(২২৫) পার্থেনোকার্পিতে সাহায্য করে কোন্‌ ফাইটোহরমোন্‌ ?
(২২৬) ট্রপিক চলন নিয়িন্ত্রণ করে কোন্‌ হর্‌মোন্‌ ?
(২২৭) অক্সিনের প্রধান কাজ কোন্‌টি ?
(২২৮) কোন্‌ হরমোন্‌ পর্বমধ্যের দৈর্ঘ্য-বৃদ্ধি ঘটিয়ে জিনগত খর্বতা নাশ করে ?
(২২৯) কোশ বিভাজনে সাইটোকাইনেসিস ঘটায় কোন্‌ হরমোন্‌?
(২৩০) প্রাণীদেহে দুটি মিশ্র গ্রন্থির নাম লিখ ।
(২৩১) সম্পূর্ণ নাম লিখঃ- ACTH।
(২৩২) সম্পূর্ণ নাম লিখঃ-STH ।
(২৩৩) সম্পূর্ণ নাম লিখঃ-TSH ।
(২৩৪) সম্পূর্ণ নাম লিখঃ-GTH ।
(২৩৫) সম্পূর্ণ নাম লিখঃ-FSH ।
(২৩৬) সম্পূর্ণ নাম লিখঃ-ICSH।
(২৩৭) কোথা থেকে ইনস্যুলিন্‌ ক্ষরিত হয় ?
(২৩৮) ইনস্যুলিনের কম ক্ষরনে কোন্‌ রোগ দেখা দেয় ?
(২৩৯) ব্যাঙাচির রূপান্তরে সাহায্য করে কোন্‌ হরমোন্‌?
(২৪০) কোন্‌ হরমোন্‌কে জরুরীকালীন হরমোন্‌ বলে ?

Comments

Related Items