আমরা ও জীব জগৎ: কিছু অন্য ধরনের জ্ঞান

Submitted by Anonymous (not verified) on Thu, 01/09/2014 - 10:50
আমরা  ও জীব জগৎ: •►ক্যাঙ্গারু এক লাফে ৩০ ফুট যেতে পারে।

•►বিশ্বের সবচাইতে ধনী ৩ জন লোকের মোট টাকার পরিমান গরীব ৪৮ টি দেশের মোট টাকার চাইতেও বেশি।

•► মশারা নীল রঙের প্রতি দুর্বল!! ঘরের বাতি নীল রঙের হলে মশার সংখ্যা বেড়ে যেতে পারে।

•►পিঁপড়া হচ্ছে একমাত্র প্রাণী যেটি কখনো ঘূমায় না।

•► আমরা বিভিন্ন জিনিসের স্বাদ নেই জিহ্বা দিয়ে, আর প্রজাপতি এ কাজটা করে পা দিয়ে।

•► শামুক টানা তিন বছর ঘুমাতে পারে।
 

 সবচেয়ে বড় পতঙ্গ ওয়েটা—

ওজনের দিক দিয়ে পৃথিবীর সবচেয়ে বর আকারের পতঙ্গের সন্ধান পেয়েছে গবেষকরা । নিউজিল্যান্ডের লিটল ব্যারিয়ার আইল্যান্ডএ খুজে পাওয়া এই পতঙ্গটির নাম ওয়েটা। ওয়েটার খোজ প্রথম পান মার্কিন প্রকৃতিবিদ মার্ক মফেট। বিশালাকার এ পতঙ্গটি দেখতে ঝিঝি পোকার মতো । এর ওজন ৭১gm। যা ওজনের হিসাবে এখন পর্যন্ত সব চেয়ে বেশি এবং সব চেয়ে বড় পতঙ্গ । যার পাখার বিস্তার ৭ ইঞ্চি পর্যন্ত হয়। লিটল ব্যারিয়ার আইল্যান্ড ওয়েটার ৭০ টির ও বেশি প্রজাতি দেখতে পাওয়া গেছে। খোজ পাওয়া এ পতঙ্গটি স্ত্রী প্রজাতি। আর এ পতঙ্গটির প্রিয় খাবার হল গাজর।

Comments

Related Items