সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর — নব নব সৃষ্টি

Submitted by Nandarani Pramanik on Tue, 07/12/2022 - 11:59

সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর — নব নব সৃষ্টি

১.১ 'নব নব সৃষ্টি' প্রবন্ধটির রচয়িতা কে ?

উঃ 'নব নব সৃষ্টি' প্রবন্ধটির রচয়িতা হলেন সৈয়দ মুজতবা আলী

১. ২  সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম কি ?

উঃ সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম হল ওমর খৈয়াম

১. ৩  'নব নব সৃষ্টি'  রচনায় কোন কোন ভাষাকে লেখক আত্মনির্ভরশীল বলেছেন ? 

উঃ সংস্কৃত, হিব্রু, গ্রিক, আবেস্তা, আরবি, ফারসি ভাষাকে লেখক আত্মনির্ভরশীল বলেছেন ।

১.৪  বর্তমান যুগে ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল ভাষা নয় কেন ।

উঃ এই দুটি ভাষা প্রয়োজনে ও অপ্রয়োজনে অন্য ভাষা থেকে শব্দ গ্রহণ করে থাকে বলে এরা আত্মনির্ভরশীল নয় ।

১.৫  পাঠান-মোগল যুগে বাংলা ভাষায় প্রচুর আরবি, ফারসি শব্দ প্রবেশ করার কারণ কি ?

উঃ তখন আইন-আদালত ও খাজনা-খারিজের ভাষা ছিল প্রধানত আরবি ও ফারসি সেই কারণে ।

১.৬  'হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করেছে' — এখানে হিন্দির কোন চেষ্টার কথা বলা হয়েছে ?

উঃ এখানে হিন্দি ভাষা থেকে আরবি, ফারসি এবং ইংরেজি শব্দ দূর করার চেষ্টার কথা বলা হয়েছে ।

১.৭  'আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ঈমান দিয়ে, বুকের রক্ত দিয়ে ....... ' কে লিখেছেন ?

উঃ কবি রবীন্দ্রনাথ ঠাকুর ।

১.৮  'ইনকিলাব', 'শাহিদ' শব্দ দুটি বাংলা ভাষায় কে এনেছিলেন ?

উঃ কবি নজরুল ইসলাম ।

১.৯ 'আলাল' বলতে কি বোঝানো হয়েছে ?

উঃ 'আলালের ঘরের দুলাল' গ্রন্থটির কথা বলা হয়েছে ।

১.১০  'হুতুম' বলতে কী বোঝানো হয়েছে ?

উঃ 'হুতুম প্যাঁচার নকশা' গ্রন্থটির কথা বলা হয়েছে ।

১.১১  হিন্দি সাহিত্যের বঙ্কিম বলা হয় কাকে ?

উঃ প্রেম চাঁদ মুনশি -কে হিন্দি সাহিত্যের বঙ্কিম বলা হয় ।

১.১২ বাংলা ভাষায় যেসব বিদেশি শব্দ প্রবেশ করেছে তার মধ্যে ইংরেজি, আরবি ছাড়া প্রধান ভাষা কোনটি ?

উঃ বাংলা ভাষায় যেসব বিদেশি শব্দ প্রবেশ করেছে তার মধ্যে ইংরেজি, আরবি ছাড়া প্রধান হল ফারসি ভাষা

১.১৩  কোন ভাষা চর্চা উঠিয়ে দিলে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হবে ?

উঃ সংস্কৃত ভাষা চর্চা ।

১.১৪ উর্দু সাহিত্যের মূল সুর কোন ভাষার সঙ্গে বাঁধা ?

উঃ ফারসি ভাষার সঙ্গে উর্দু সাহিত্যের মূল সুর বাঁধা ।

১.১৫ বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য কীর্তি কি ?

উঃ বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য কীর্তি হল পদাবলী কীর্তন

১.১৬ ইকবাল কে ?

উঃ ইকবাল হলেন উর্দু ভাষার বিখ্যাত কবি ।

১.১৭ আলালের ঘরের দুলাল গ্রন্থের রচয়িতা কে ?

উঃ আলালের ঘরের দুলাল গ্রন্থের রচয়িতা হলেন প্যারীচাঁদ মিত্র

১.১৮ 'হুতুম প্যাঁচার নকশা' গ্রন্থের রচয়িতা কে ?

উঃ 'হুতুম প্যাঁচার নকশা' গ্রন্থের রচয়িতা হলেন কালি প্রসন্ন সিংহ

১.১৯ প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি ?

উঃ প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম হল টেক চাঁদ ঠাকুর

১.২০  লেখক সৈয়দ মুজতবা আলী কাদের চরিত্রে বিদ্রোহ বিদ্যমান বলেছেন ?

উঃ লেখক সৈয়দ মুজতবা আলী বাঙালিদের চরিত্রে বিদ্রোহ বিদ্যমান কথাটি বলেছেন ।

*****

Comments

Related Items

'ধীবর-বৃত্তান্ত' নাট্যাংশে রাজশ্যালকের ভূমিকা নির্দেশ কর ।

প্রশ্ন : 'ধীবর-বৃত্তান্ত' নাট্যাংশে রাজশ্যালকের ভূমিকা নির্দেশ কর ।

উঃ মহাকবি কালিদাসের লেখা 'অভিজ্ঞান শকুন্তলম' নাটকের ষষ্ঠ অঙ্ক থেকে 'ধীবর-বৃত্তান্ত' নাট্যাংশটি নেওয়া হয়েছে । বাংলায় এটির তরজমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী ।

'নোঙর' কীসের প্রতীক তা বুঝিয়ে দাও ।

প্রশ্ন: 'নোঙর' কীসের প্রতীক তা বুঝিয়ে দাও

'নোঙর' কবিতায় 'বাণিজ্যতরী' বাঁধা পড়ে থাকার তাৎপর্য বিশ্লেষণ কর ।

প্রশ্ন:  'নোঙর' কবিতায় 'বাণিজ্যতরী' বাঁধা পড়ে থাকার তাৎপর্য বিশ্লেষণ কর

"চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ ।"-অষ্ট গজরাজের পরিচয় দাও ।

প্রশ্ন: "চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ ।" অষ্ট গজরাজের পরিচয় দাও

কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি কাব্যাংশে প্রাকৃতিক বিপর্যয়ের ছবি কিভাবে ধরা পড়েছে তা লেখ ।

প্রশ্ন: কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি কাব্যাংশে প্রাকৃতিক বিপর্যয়ের ছবি কিভাবে ধরা পড়েছে তা লেখ